রাঙ্গুনিয়ার আ.লীগের সহ-সভাপতি চট্টগ্রামে গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
গ্রেপ্তার মো. আইয়ুব
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, ডাকাতিসহ একাধিক মামলার আসামি মো. আইয়ুবকে চট্টগ্রাম নগরী থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
শুক্রবার (৪ জুলাই) দিবাগত গভীর রাতে মহানগরীর বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন মীনা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র্যাবের হাটহাজারী ক্যাম্পের একটি আভিযানিক দল।
গ্রেপ্তারকৃত মো. আইয়ুব রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা মডেল ইউনিয়নের আদর্শ গ্রামের বাসিন্দা।
র্যাব-৭ এর জনসংযোগ বিভাগ থেকে সন্ত্রাসী আইয়ুবের গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানানো হয়, আইয়ুব স্থানীয়ভাবে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত এবং রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে তিনি চাঁদাবাজি, অস্ত্র প্রদর্শন করে শোডাউন, হুমকি, ডাকাতি ও ছিনতাইয়ের মতো একাধিক অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার নামে।
গ্রেপ্তারের পর উপস্থিত সাক্ষীদের সামনে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আইয়ুব স্বীকার করেছেন যে তিনি একাধিক মামলার পলাতক আসামি এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত।
গ্রেপ্তারের পর তাকে রাঙ্গুনিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। সেখানে মামলার আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে র্যাব জানিয়েছে।
ঢাকা/রেজাউল/এস