ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চট্টগ্রামে ৪০০ যাত্রী নিয়ে রানওয়েতে আটকা বিমান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩১, ৫ জুলাই ২০২৫   আপডেট: ১২:৪০, ৫ জুলাই ২০২৫
চট্টগ্রামে ৪০০ যাত্রী নিয়ে রানওয়েতে আটকা বিমান

রানওয়েতে আটকা পড়া বাংলাদেশ বিমানের ফ্লাইট

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর চাকার ত্রুটির কারণে ৪০০ জন হজযাত্রী নিয়ে রানওয়েতে আটকা পড়েছে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট। 

আজ শনিবার (৫ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি–১৩৮ রানওয়ের-২৩ প্রান্তে এসে থেমে যায় বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জেদ্দা থেকে প্রায় ৪০০ জন হজযাত্রী নিয়ে গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে বৃষ্টির মধ্যে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। অবতরণের পর বিমানটি রানওয়েতে ইউটার্ন নেওয়ার সময় চাকায় ত্রুটির কারণে রানওয়েতে আটকে যায়। এতে অন্যান্য বিমান উড্ডয় ও অবতরণে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।

বিমানবন্দরের প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, চাকার ত্রুটি সারিয়ে বিমানটিতে রানওয়ে থেকে সরিয়ে নিতে কাজ চলছে। দ্রুত সময়ের মধ্যেই বিমানটি সরিয়ে নেওয়া সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

এদিকে, হজ থেকে ফিরতি পথে চট্টগ্রামে অবতরণ করেও দুই ঘণ্টার বেশি সময় ধরে বিমানের ভিতর আটকে আছেন ৪০০ যাত্রী। তারা এই মুহূর্তে দুর্ভোগে আছেন বলে অনেক যাত্রী অপেক্ষমান স্বজনদের ফোন করে জানাচ্ছেন।

ঢাকা/রেজাউল/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়