ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খুলনায় হোটেল থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৩, ৫ জুলাই ২০২৫   আপডেট: ১৩:২৫, ৫ জুলাই ২০২৫
খুলনায় হোটেল থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

খুলনা নগরীর ওয়েস্টার্ন ইন হোটেল থেকে শান্তা ইসলাম (৪২) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে হোটেলের তৃতীয় তলার ২০৮ নম্বর কক্ষ থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার বিকেল ৫টায় আসমা নাম ব্যবহার করে ওই নারী কক্ষটি ভাড়া নেন।

শান্তা ইসলাম বাগেরহাট জেলার তেলীগাতি গ্রামের আব্দুল খালেকের মেয়ে। তিনি ঢাকার বিভিন্ন এলাকায় গৃহপরিচারিকা হিসেবে কাজ করতেন বলে জানিয়েছে পুলিশ।

লাশ উদ্ধারের তথ্য নিশ্চিত করে খুলনা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেছেন, বৃহস্পতিবার ঢাকা থেকে খুলনায় আসেন ওই নারী। তিনি হোটেলের তৃতীয় তলার ২০৮ নম্বর কক্ষ ভাড়া নেন। শুক্রবার সকালে তিনি হোটেলে নাস্তা করেন। দুপুর সাড়ে ১২টার দিকে হোটেল কর্তৃপক্ষ কক্ষটি পরিষ্কার করতে গিয়ে ডাক দিলে ভেতর থেকে কোনো সাড়া-শব্দ পাওয়া যায়নি। বিকেল ৪টা ২০ মিনিটের দিকে হোটেল কর্তৃপক্ষ পুলিশকে বিষয়টি জানায়। পুলিশ হোটেলের ওই কক্ষের তালা ভেঙে ভেতরে ঢুকে শান্তা ইসলামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। 

পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। শান্তার কাছে একটি জন্মসনদ পাওয়া গেছে। তার সনদের ওপর ঢাকার একটি গৃহপরিচারিকা সাপ্লাই কোম্পানির ঠিকানা পাওয়া গেছে। যোগাযোগ করে সেখান থেকে তার পরিচয় জানা গেছে।

ঢাকা/নূরুজ্জামান/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়