সাতক্ষীরায় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, টাকা-স্বর্ণ লুট
সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
সাতক্ষীরার কালীগঞ্জে একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল বারান্দার গ্রিলের তালা ভেঙে ভেতরে ঢুকে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ৯ ভরি স্বর্ণালংকার ও ২০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে বলে দাবি করা হয়েছে।
শুক্রবার (৪ জুলাই) দিবাগত রাত ১টার দিকে উপজেলার রামনগর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে শনিবার সকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে গ্রিলের শব্দ পেয়ে বাড়ির মালিক মধুসুধন কর্মকার ঘরের দরজা খোলেন। এ সময় বারান্দার গ্রিলের তালা ভেঙে ৫-৬ জন মুখোশধারী ডাকাত ঘরের ভেতরে প্রবেশ করেন। পরে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ৯ ভরি স্বর্ণালংকার ও ২০ হাজার টাকা লুট করে নিয়ে যান তারা।
কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) হারুনার রশিদ বলেন, ‘‘এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’’
ঢাকা/শাহীন/রাজীব