শেরপুরে বন্যহাতির মরদেহ উদ্ধার
শেরপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী দাওধারা কাটাবাড়ি এলাকা থেকে একটি বন্যহাতির মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৪ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে মরদেহটি পড়ে থাকতে দেখা যায়।
১২-১৩ বছর বয়সী মাদি হাতিটি বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। মধুটিলা রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বন্য হাতির আক্রমণ থেকে ফসল ও ঘরবাড়ি রক্ষার জন্য স্থানীয় বাসিন্দারা বৈদ্যুতিক বাতির সংযোগ দিয়ে সীমান্ত এলাকায় নিরাপত্তাবেষ্টনী তৈরি করেন। এতে হাতির দল আলো দেখে ভয়ে লোকালয় ও ফসলি মাঠে প্রবেশ এড়িয়ে চলে।
শুক্রবার রাতে নাকুগাঁও সীমান্ত হয়ে উত্তর কাটাবাড়ি এলাকায় ৮-১০টি হাতির একটি দল ঢুকে। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় একটি হাতি এ ধরনের বৈদ্যুতিক তারে জড়িয়ে ঘটনাস্থলে মারা যায়।
দেওয়ান আলী বলেন, ‘‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে বিদ্যুতের তার উদ্ধার করা হয়েছে। হাতির মরদেহের ময়নাতদন্ত চলছে। এ ঘটনায় মামলা কার্যক্রম প্রক্রিয়াধীন।’’
ঢাকা/তারিকুল/রাজীব