ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শেরপুরে বন্যহাতির মরদেহ উদ্ধার

শেরপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২১, ৫ জুলাই ২০২৫  
শেরপুরে বন্যহাতির মরদেহ উদ্ধার

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী দাওধারা কাটাবাড়ি এলাকা থেকে একটি বন্যহাতির মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৪ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে মরদেহটি পড়ে থাকতে দেখা যায়।

১২-১৩ বছর বয়সী মাদি হাতিটি বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। মধুটিলা রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বন্য হাতির আক্রমণ থেকে ফসল ও ঘরবাড়ি রক্ষার জন্য স্থানীয় বাসিন্দারা বৈদ্যুতিক বাতির সংযোগ দিয়ে সীমান্ত এলাকায় নিরাপত্তাবেষ্টনী তৈরি করেন। এতে হাতির দল আলো দেখে ভয়ে লোকালয় ও ফসলি মাঠে প্রবেশ এড়িয়ে চলে।

শুক্রবার রাতে নাকুগাঁও সীমান্ত হয়ে উত্তর কাটাবাড়ি এলাকায় ৮-১০টি হাতির একটি দল ঢুকে। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় একটি হাতি এ ধরনের বৈদ্যুতিক তারে জড়িয়ে ঘটনাস্থলে মারা যায়।

দেওয়ান আলী বলেন, ‘‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে বিদ্যুতের তার উদ্ধার করা হয়েছে। হাতির মরদেহের ময়নাতদন্ত চলছে। এ ঘটনায় মামলা কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

ঢাকা/তারিকুল/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়