ঢাকা     শুক্রবার   ১১ জুলাই ২০২৫ ||  আষাঢ় ২৭ ১৪৩২

বজ্রপাতে গাছের ডাল ভেঙে প্রাণ গেল বাবা-ছেলের

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২২, ৬ জুলাই ২০২৫   আপডেট: ২১:৪৮, ৬ জুলাই ২০২৫
বজ্রপাতে গাছের ডাল ভেঙে প্রাণ গেল বাবা-ছেলের

ফাইল ফটো

ময়মনসিংহের নান্দাইলে বজ্রপাত গাছের ডাল ভেঙে পড়ে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। রবিবার (৬ জুলাই) দুপুরে উপজেলার খারুয়া ইউনিয়নের আব্দুল্লাহপুর এলাকার কান্দিপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে গোলাম মোস্তফা (৪৮) ও তার ছেলে নাঈম (৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, গোলাম মোস্তফা তার শিশু ছেলে নাঈমকে নিয়ে জমিতে কাজ করছিলেন। হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন দেখে বাবা-ছেলে জমি থেকে উঠে একটি জাম গাছের নিচে আশ্রয় নেন। এ সময় জাম গাছের ডালে বজ্রপাত পড়লে সেটি ভেঙে তাদের ওপরেই পড়ে। এতে ঘটনাস্থলেই গোলাম মোস্তফার মৃত্যু হয়। আহতাবস্থায় নাঈমকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

আরো পড়ুন:

নান্দাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, ‘‘পরিবারের দাবির প্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’’

ঢাকা/মিলন/রাজীব

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়