সাগরে ঢেউয়ের আঘাতে নৌকা থেকে পড়ে জেলে নিখোঁজ
কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৬:৪৮, ৭ জুলাই ২০২৫
ফাইল ফটো
কক্সবাজারের উখিয়ায় সাগরে মাছ ধরার সময় ঢেউয়ের আঘাতে নৌকা থেকে পড়ে এক জেলে নিখোঁজ হয়েছেন।
সোমবার (৭ জুলাই) বেলা ১১টায় উপজেলার জালিয়াপালং ছোয়াংখালী সংলগ্ন সাগরে এই দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ জেলে আব্দুল মালেক জালিয়াপালং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গুরা মিয়ার ছেলে।
ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) দুর্জয় সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘‘বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল রয়েছে। আজ মাছ ধরার সময় এক জেলে সাগরে পড়ে নিখোঁজ হয়েছে। তাকে উদ্ধারে চেষ্টা চলছে।’’
ঢাকা/তারেকুর/রাজীব