ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হিলিতে ১৫ মাস পর কবর থেকে লাশ উত্তোলন

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৪, ৯ জুলাই ২০২৫  
হিলিতে ১৫ মাস পর কবর থেকে লাশ উত্তোলন

দিনাজপুর সিআইডি পুলিশ তার লাশ উত্তোলন করেন। 

দিনাজপুরের হিলিতে ময়না তদন্তের জন্য দাফনের প্রায় ১৫ মাস পর কবর থেকে হাবিবুর রহমান (৬৫) নামে এক ব্যক্তির লাশ উত্তোলন করা হয়েছে।

বুধবার (৯ জুলাই) দুপুরে উপজেলার কাকড়াপালি কবরস্থান থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের উপস্থিতি দিনাজপুর সিআইডি পুলিশ তার লাশ উত্তোলন করেন। 

সিআইডি পুলিশের এসআই আসাদ হোসেন জানান, হাবিবুর রহমান ২০২৪ সালের ২৭ এপ্রিল জমি-জমা সংক্রান্ত বিবাদে মারা যান। 

এ ব্যাপারে হাবিবুর রহমানের মেয়ে ববিতা খাতুন বাদি হয়ে একই গ্রামের মনোয়ার হোসেন ও তার স্ত্রীর নামে আদালতে হত্যা মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে আজ বুধবার হাবিবুর রহমানের লাশ ময়না তদন্তের জন্য উত্তোলন করা হয়েছে।

ঢাকা/মোসলেম/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়