ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চট্টগ্রামে নালায় পড়া নিখোঁজ শিশু উদ্ধার, অবস্থা আশঙ্কাজনক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৬, ৯ জুলাই ২০২৫   আপডেট: ১৭:৪৩, ৯ জুলাই ২০২৫
চট্টগ্রামে নালায় পড়া নিখোঁজ শিশু উদ্ধার, অবস্থা আশঙ্কাজনক

চট্টগ্রামের হালিশহর এলাকায় নালায় পড়া নিখোঁজ তিন বছর বয়সী এক শিশুকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বুধবার (৯ জুলাই) বিকেল সোয়া ৪টার দিকে শিশুটিকে উদ্ধার করা হয়।

এর আগে, বেলা ৩টার দিকে শিশুটি নালায় পড়ে নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগ্রাবাদ স্টেশনের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে সাড়ে ৩টা থেকে উদ্ধার অভিযান শুরু করে।

আরো পড়ুন:

তাৎক্ষণিক শিশুটির নাম-পরিচয় পাওয়া যায়নি। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আনোয়ার হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘‘শিশুটিকে উদ্ধারের পর হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।’’

এর আগে, চট্টগ্রামে উন্মুক্ত নালা-খালে পড়ে বেশ কিছু দুর্ঘটনা ঘটেছে। সর্বশেষ গত বছরের ২৭ আগস্ট আগ্রাবাদের রঙ্গীপাড়া এলাকায় উন্মুক্ত নালায় পড়ে ১৮ মাস বয়সী শিশু ইয়াছিন আরাফাত মারা যায়। প্রায় ১৭ ঘণ্টার অভিযানের পর উদ্ধার করা হয় তার মরদেহ।

ঢাকা/রেজাউল/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়