আড়াইহাজারে পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি
নারায়ণগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম
অস্ত্রের মুখে জিম্মি করে আলমারি ভেঙে ৩২ ভরি স্বর্ণালংকারসহ ৫৫ লাখ টাকার মালামাল লুট করেছে ডাকাতরা
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুলিশ পরিচয়ে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি করা হয়েছে। ডাকাতরা ওই ব্যবসায়ী ও তার পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে আলমারি ভেঙে ৩২ ভরি স্বর্ণালংকার, নগদ টাকাসহ কমপক্ষে ৫৫ লাখ টাকার মালামাল লুট করেছে।
মঙ্গলবার (৯ জুলাই) রাতে আড়াইহাজার উপজেলার পাচরুখী এলাকায় সিরাজুল ইসলামের বাড়িতে এ ডাকাতি হয়। সহকারী পুলিশ সুপার ও আড়াইহাজার থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান জানিয়েছেন, গত রাত সাড়ে ৩টার দিকে পাচরুখী এলাকায় জানালার গ্রিল কেটে ঘরে ঢোকে ডাকাতরা। তারা পুলিশ পরিচয় দিয়ে ব্যবসায়ী ও তার পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালঙ্কার, নগদ টাকা, মোবাইল ফোনসহ কমপক্ষে ৫৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।
তিনি আরো জানান, ওই বাড়ির আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। লুট হওয়া মালামাল উদ্ধার ও ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।
ঢাকা/অনিক/রফিক