ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাজশাহীতে হারানো ৮৪ ফোন উদ্ধার করে দিলো পুলিশ

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৯, ৯ জুলাই ২০২৫   আপডেট: ১৯:০২, ৯ জুলাই ২০২৫
রাজশাহীতে হারানো ৮৪ ফোন উদ্ধার করে দিলো পুলিশ

হারানো ফোন ফেরত পেয়ে পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মালিকরা

হারিয়ে ফেলা ৮৪টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

বুধবার (৯ জুলাই) আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান তার কার্যালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে মোবাইল ফোনগুলো হস্তান্তর করেন।

এ সময় মোবাইল ফোন উদ্ধারে সহায়তাকারী পুলিশ সদস্যদের ধন্যবাদ জানিয়ে এ ধরনের জনবান্ধব কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন পুলিশ কমিশনার। হারানো ফোন ফেরত পেয়ে পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মালিকরা।

আরএমপি জানিয়েছে, এসব মোবাইল ফোন উদ্ধার হয়েছে জুন মাসে। শুধু জুন মাসেই আরো ৬১টি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশের বিভিন্ন থানা থেকে মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। আরএমপির সাইবার ক্রাইম ইউনিটের প্রযুক্তিগত সহায়তায় ফোনগুলো উদ্ধার হয়।

ঢাকা/কেয়া/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়