‘ঢাকায় মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপন জনগণ মেনে নেবে না’
সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সিলেটে পরিচিতি সভা বক্তব্য রাখছেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক
জাতিসংঘের মানবাধিকার কমিশনের পক্ষ থেকে বাংলাদেশে কার্যালয় স্থাপনের উদ্যোগে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।
হেফাজতে ইসলামের এই নেতা বলেন, ‘‘বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা মানবাধিকারের নামে ইসলামি শরিয়াহ, পারিবারিক আইন এবং ধর্মীয় মূল্যবোধে হস্তক্ষেপের অপচেষ্টা করেছে। এসব হস্তক্ষেপ একদিকে যেমন জাতীয় সার্বভৌমত্বের উপর আঘাত, অন্যদিকে মুসলিম সমাজের ধর্মীয় অনুভূতিরও পরিপন্থি। তাই বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার কার্যালয় স্থাপন এ দেশের জনগণ মেনে নেবে না।’’
অবিলম্বে এ সিদ্ধান্ত থেকে ফিরে আসার আহ্বান জানান তিনি।
বুধবার (৯ জুলাই) সিলেট দরগাহ গেটস্থ হোটেল স্টার প্যাসিফিকের হলরুমে হেফাজতে ইসলামের সিলেট মহানগর সভাপতি মাওলানা মুশতাক আহমদ খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ আসজাদ আহমদ ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ শামীম আহমদের যৌথ পরিচালনায় পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এ সভায় মাওলানা আজিজুল হক এ কথা বলেন।
সভায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা শারমীন এস মুরশিদের বক্তব্যের প্রতিবাদ করে মাওলানা আজিজুল হক বলেন, ‘‘তাঁর বক্তব্য চরম আপত্তিকর। আমরা এ বক্তব্যের তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই। সঙ্গে সঙ্গে আমরা তার পদত্যাগ দাবি করছি।’’
পরিচিতি সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম সিলেট মহানগর শাখার উপদেষ্টা মাওলানা মাসুক উদ্দিন, জালালাবাদ ইমাম সমিতির সিনিয়র সহ-সভাপতি মাওলানা ক্বারী মুজাম্মিল হোসাইন চৌধুরী, হেফাজতে ইসলাম সিলেট জেলা সভাপতি মাওলানা রেজাউল করীম জালালি, জেলা সহ-সভাপতি নোমানী চৌধুরী, হেফাজত মহানগর সিনিয়র সহসভাপতি মাওলানা খলিলুর রহমান, মাওলানা গাজী রহমতুল্লাহ, মাওলানা মুখলিছুর রহমান রাজাগঞ্জী, মাওলানা সামীউর রহমান মুসা প্রমুখ।
ঢাকা/নুর/বকুল