ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

স্থল নিম্নচাপের প্রভাবে বৃষ্টি, সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৫, ১৫ জুলাই ২০২৫   আপডেট: ০৯:৩২, ১৫ জুলাই ২০২৫
স্থল নিম্নচাপের প্রভাবে বৃষ্টি, সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

বড় বড় ঢেউ আছড়ে পড়ছে তীরে

দেশের দক্ষিণপশ্চিম উপকূলীয় এলাকায় সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে এবং একই এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। 

ফলে বেশ উত্তাল রয়েছে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। তীরে আছড়ে পড়ছে বড় বড় ঢেউ। নদ-নদীর পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে কিছুটা বৃদ্ধি পেয়েছে। বাতাসের চাপ কিছুটা বেড়েছে। 

এদিকে স্থল নিম্নচাপের প্রভাবে আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। পটুয়াখালীর বিভিন্ন স্থানে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, পটুয়াখালীসহ দেশের ১৩ জেলায় দক্ষিণপূর্ব দিক থেকে ৬০ কিলোমিটার বেগে এবং উপকূলীয় এলাকা দিয়ে যেকোন সময় দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। 

এ কারণে নদী বন্দর সমূহকে ১ নম্বর এবং পটুয়াখালীর পায়রাসহ দেশের সব সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকল মাছধরা ট্রলার সমূহকে নিরাপদে থাকতে বলা হয়েছে।

পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী বলেন, “উপকূলে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। সেই সঙ্গে ঝড়ো বা দমকা হওয়া বয়ে যেতে পারে।”

ঢাকা/ইমরান/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়