ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দিল্লি নয় পিণ্ডি নয়, সবার আগে বাংলাদেশ: দুলু

নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৩, ১৯ জুলাই ২০২৫   আপডেট: ১৭:১৮, ১৯ জুলাই ২০২৫
দিল্লি নয় পিণ্ডি নয়, সবার আগে বাংলাদেশ: দুলু

বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘‘দিল্লি নয় পিণ্ডি নয়, সবার আগে বাংলাদেশ।’’

শনিবার (১৯ জুলাই) নাটোর জেলা বিএনপি কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস’র কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন:

দুলু বলেন, ‘‘গত ১৫ বছর এ দেশ দিল্লী শাসন করেছে। তাদের কথামতো ফ্যাসিস্টরা দেশে চালিয়েছে। দেশের মানুষ তাদের ভোটের অধিকার, ভাতের অধিকার থেকে বঞ্চিত ছিল। মানুষ সুষ্ঠু ভোটের জন্য এত বছর অপেক্ষা করেছে। তাই ফেব্রুয়ারি মাসে নয় তার আগেই নির্বাচন হওয়া প্রয়োজন।’’

তিনি আরো বলেন, ‘‘দেশের মানুষ একটি সুষ্ঠু নির্বাচনের জন্য সাড়ে ১৫ বছর ধরে আন্দোলন-সংগ্রাম করেছে। সব রাজনৈতিক দলের নেতাদের প্রতি আহ্বান, দেশকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় তা নিয়ে আলোচনা করা।’’

ঢাকা/আরিফুল/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়