ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘পার্বত্য চুক্তি নিয়ে কিছু সমস্যা আছে, সমাধানের চেষ্টা করছি’

রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫০, ১৯ জুলাই ২০২৫   আপডেট: ১৭:৫৯, ১৯ জুলাই ২০২৫
‘পার্বত্য চুক্তি নিয়ে কিছু সমস্যা আছে, সমাধানের চেষ্টা করছি’

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ‘‘পার্বত্য চুক্তি নিয়ে কিছু সমস্যা আছে, সেগুলো আমরা সমাধানের চেষ্টা করছি।’’

শনিবার (১৯ জুলাই) রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড রেস্ট হাউজে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির ১০তম সভা শেষে তিনি এসব কথা বলেন। 

আরো পড়ুন:

তৌহিদ হোসেন বলেন, ‘‘আজকের সভায় ভূমি জরিপ ও চুক্তির অবাস্তবায়িত ধারা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। শিগগিরই এই বিষয়ে পরবর্তী সভা অনুষ্ঠিত হবে।’’

এ সময় ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কমিশনের কার্যালয় খোলার বিষয়ে উপস্থিত সাংবাদিকরা প্রশ্ন করলে আজকের বিষয় ছাড়া অন্য কোনো বিষয়ে মন্তব্য করতে রাজি হননি পররাষ্ট্র উপদেষ্টা।

সভায় আরো উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির সদস্য ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা), পুনর্বাসন সম্পর্কিত টাস্কফোর্সের চেয়ারম্যান সুদত্ত চাকমা, পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, আঞ্চলিক পরিষদের সদস্য গৌতম চাকমা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব শামসুল হক ও মঙ্গল চন্দ্র পাল।

ঢাকা/শংকর/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়