ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাতক্ষীরায় শিক্ষককে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে যুবক নিহত

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৪, ২০ জুলাই ২০২৫   আপডেট: ১৯:২৬, ২০ জুলাই ২০২৫
সাতক্ষীরায় শিক্ষককে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে যুবক নিহত

সাতক্ষীরার তালা উপজেলায় শরিফুল গাজী (৩৮) নামে এক মাদরাসা শিক্ষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত রাজু গাজী (৩৬) উত্তেজিত জনতার গণপিটুনিতে নিহত হয়েছেন।

রবিবার (২০ জুলাই) বিকেলে উপজেলার খেশরা ইউনিয়নের শাহাপুর গ্রামে ঘটনাটি ঘটে।

আরো পড়ুন:

নিহত শরিফুল গাজী একই ইউনিয়নের হরিহর গ্রামের মৃত মাওলানা আলিমুদ্দিন গাজীর ছেলে। তিনি শাহাপুর মাদরাসার শিক্ষক ছিলেন।

খেশরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এসএম লিয়াকত হোসেন জানান, শাহপুর গ্রামের মোস্তফা ওরফে খোকন গাজীর মানসিক ভারসাম্যহীন ছেলে রাজু গাজী (৩৬) শিক্ষক শরিফুলকে ডেকে মাদরাসার সামনে নিয়ে যান। সেখানে তিনি দেশীয় অস্ত্র দিয়ে শরিফুলকে কোপাতে শুরু করেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় শরিফুলের। পরে উত্তেজিত লোকজন রাজুকে আটক করে গণপিটুনি দেয়। তিনিও ঘটনাস্থলেই মারা যান।

তালা থানার ওসি মো. মাইনউদ্দিন জানান, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে, বিস্তারিত পরে জানানো হবে।”

ঢাকা/শাহীন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়