চিকিৎসক সংকটে ধুঁকছে খাগড়াছড়ি সদর হাসপাতাল
রূপায়ন চাকমা, খাগড়াছড়ি || রাইজিংবিডি.কম
খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতাল
চিকিৎসক সংকটে ধুঁকছে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতাল। ফলে রোগীদের পর্যাপ্ত সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের।
রোগী ও তাদের স্বজনদের অভিযোগ, তারা সময়মতো চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। প্রয়োজনীয় চিকিৎসক নিয়োগ দিতে কর্তৃপক্ষের কাছে আহ্বান জানিয়েছেন তারা।
হাসপাতাল সূত্র জানায়, শুধু খাগড়াছড়ি নয়, যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ায় রাঙ্গামাটির জেলার বাঘাইছড়ি ও লংগদু উপজেলার রোগীরাও এই হাসপাতালে আসেন চিকিৎসা নিতে। প্রতিদিন হাসপাতালের বহি:র্বিভাগ চিকিৎসা নেন প্রায় ৬০০-৭০০ রোগী। ভর্তি থাকেন অন্তত ২০০- ২৫০ জন রোগী।
২০২৪ সালের শুরুর দিকে ১০০ শয্যার হাসপাতালটি ২৫০ শয্যায় উন্নীত করা হয়। অথচ এখনো মাত্র ৫০ শয্যার লোকবল দিয়েই চলছে এই হাসপাতাল। এখানে ৫৭ জন চিকিৎসক থাকার কথা থাকলেও আছেন মাত্র ১৮ জন। বিশেষজ্ঞ চিকিৎকের প্রায় সব পদই খালি। চোখ, নাক, গলা, মেডিসিন, সার্জারি ও প্যাথলজি বিশেষজ্ঞ নেই। নার্স ও অন্যান্য জনবল কম থাকায় রোগীদের সেবা দিতে চাপে থাকতে হয় হাসপাতাল কর্তৃপক্ষকে।
রবিবার (২০ জুলাই) দীঘিনালা উপজেলা থেকে অসুস্থ সন্তানকে নিয়ে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে আসেন মো. ইউনুছ। তিনি জানান, ছেলেকে ডাক্তার দেখাতে আনেন সকাল সাড়ে ৯টার দিকে। সকাল ১১টা বেজে গেলেও তিনি ডাক্তার দেখাতে পারেননি।
একই কথা বললেন পানছড়ি মির্জা টিলা থেকে আসা বিমল কান্তি চাকমা। তিনি তার অসুস্থ স্ত্রীকে পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে না নিয়ে ভালো চিকিৎসা লাভের আশায় খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতাল নিয়ে যান।
তিনি জানান, প্রায় দুই ঘন্টা বসে থাকার পরও তিনি তার স্ত্রীকে ডাক্তার দেখাতে পারেননি।
জনবল সংকটের কথা স্বীকার করেছেন খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রিপল বাপ্পি চাকমা। তিনি বলেন, “চিকিৎসক তুলনামূলক কম আছে। প্রত্যেক চিকিৎসককে দৈনিক ৮০ জনের বেশি রোগী দেখতে হয়। তাই আন্তরিকতা থাকলেও অনেক সময় রোগীদের যথাযথভাবে চিকিৎসাসেবা দিতে না পারার কষ্ট আমাদের ব্যথিত করে।”
খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের জানান, আপাতত সংকট কাটাতে বিভিন্ন উপজেলা থেকে চিকিৎসকদের জেলা সদর হাসপাতালে পদায়ন করা হচ্ছে। নির্মাণাধীন ভবনের কাজ শেষ হলে চিকিৎসকসহ নতুন জনবল পদায়নের আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ঢাকা/মাসুদ