ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পুলিশের মোটরসাইকেল চুরি করে ছেলে, বিক্রি করেন বাবা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৮, ২১ জুলাই ২০২৫   আপডেট: ১১:০৯, ২১ জুলাই ২০২৫
পুলিশের মোটরসাইকেল চুরি করে ছেলে, বিক্রি করেন বাবা

গ্রেপ্তার মুসলিম মিয়া

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার ভেতর থেকে পুলিশের ব্যবহৃত সরকারি মোটরসাইকেল চুরি হয়। প্রায় আড়াই মাস পর পুলিশ মোটরসাইকেলটি উদ্ধার করেছে। তার জানতে পারে এ ঘটনায় বাবা-ছেলে জড়িত। পরে পুলিশ অভিযুক্ত মুসলিম মিয়াকে গ্রেপ্তার করলেও তার ছেলে মিনহাজ উদ্দিন ফাহাদ পলাতক।

পুলিশ সূত্র জানায়, বায়েজিদ বোস্তামী থানার ভেতর থেকে একজন এসআই-এর  ব্যবহৃত সরকারি মোটরসাইকেল চুরি হয় গত ১২ মে। মোটরসাইকেল চোরকে শনাক্তে কাজ শুরু করে পুলিশ। গত মঙ্গলবার (১৫ জুলাই) ১৫০ সিসি পালসার মোটরসাইকেলটি এক ব্যক্তির কাছ থেকে উদ্ধার করে পুলিশ। তবে, চোর ছিলো অধরা।

আরো পড়ুন:

বায়েজিদ বোস্তামী থানার এসআই সুমন বড়ুয়া শাপলা জানান, মোটরসাইকেলটি যার কাছ থেকে উদ্ধার করা হয় তিনি জানান, মুসলিম মিয়া নামে এক ব্যাক্তির কাছ থেকে তিনি মোটরসাইকেলটি কিনেছেন। পুলিশ রবিবার (২০ জুলাই) মুসলিম মিয়াকে গ্রেপ্তার করে। 

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুসলিম মিয়া মোটরসাইকেল চুরির কথা অস্বীকার করেন এবং বিভ্রান্তিকর তথ্য দেন। এক পর্যায়ে মোটরসাইকেল চুরির ভিডিও ফুটেজ দেখানো হলে তিনি স্বীকার করেন, তার ছেলে মিনহাজ উদ্দিন ফাহাদ ও ছেলের বন্ধু মো. রিফাত মিলে থানা চত্বর থেকে মোটরসাইকেলটি চুরি করেন। পরে মুসলিম মিয়া মোটরসাইকেলটি বিক্রি করেন।

ঢাকা/রেজাউল/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়