ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খাগড়াছড়িতে এনসিপির পদযাত্রা

সম্প্রীতি ও উন্নয়নের জন্য পাহাড়ি-বাঙালি ঐক্য গড়ে তোলার আহ্বান নাহিদের

খাগড়াছড়ি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৫, ২১ জুলাই ২০২৫   আপডেট: ১৯:৩৩, ২১ জুলাই ২০২৫
সম্প্রীতি ও উন্নয়নের জন্য পাহাড়ি-বাঙালি ঐক্য গড়ে তোলার আহ্বান নাহিদের

এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “পাহাড়ে বসবাসকারী পাহাড়ি হোক, বাঙালি হোক; প্রত্যেকটি জনগোষ্ঠিই বঞ্চিত। এখানে উন্নয়নের জন্য পাহাড়ি-বাঙালি, ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্য-সম্প্রীতির বিকল্প নেই। বাংলাদেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা, জাতীয় নিরাপত্তার স্বার্থে শান্তি, সম্প্রীতি ও ঐক্য প্রয়োজন।

সোমবার (২১ জুলাই) দুপুরে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ এর অংশ হিসেবে আজ খাগড়াছড়িতে পদযাত্রা শেষে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।

আরো পড়ুন:

খাগড়াছড়ি শহরের মুক্তমঞ্চের সমাবেশে দক্ষিণাঞ্চলের সংগঠক মনজিলা ঝুমার সভাপতিত্বে ও মূখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সার্জিস আলমের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, সংগঠনের সদস্য সচিব আকতার হোসেন, মূখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারী প্রমূখ। এ সময় জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সংখ্যায় যে যত বেশি কিংবা কমই হোক, নীতি নির্ধারণের ক্ষেত্রে সকল জাতিগোষ্ঠির স্বার্থ বিবেচনায় রাখতে হবে। দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত খাগড়াছড়ি গড়ে তুলতে এনসিপির পতাকা তলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।

এর আগে, দুপুর আড়াইটায় শহরের চেঙ্গী স্কয়ার থেকে পদযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। এ পদযাত্রায় অংশ নিতে জেলার ৯ উপজেলা থেকে বিপুল সংখ্যক এনসিপি নেতাকর্মী ও সমর্থক এসেছেন।

কর্মসূচিকে ঘিরে খাগড়াছড়িতে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও এপিবিএন সদস্যরাও নিরাপত্তায় কাজ করছেন।

কেন্দ্রীয় নেতারা চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি আসেন। তারা পদযাত্রা ও সমাবেশ শেষে ফিরে ফেনীতে কর্মসূচি পালন করবেন।

ঢাকা/রূপায়ন/মেহেদী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়