ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দরিদ্র-মেধাবী আপনের পাশে জেলা প্রশাসক

কুড়িগ্রাম প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৬, ২১ জুলাই ২০২৫  
দরিদ্র-মেধাবী আপনের পাশে জেলা প্রশাসক

নুরুন্নবী ইসলাম আপনের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন কুড়িগ্রামের জেলা প্রশাসক

অসুস্থ মা আর পঙ্গু বাবাকে ঘিরে নুরুন্নবী ইসলাম আপনের ছোট্ট জগৎ। বয়সে কিশোর হলেও কাঁধে চাপিয়ে নিয়েছেন পুরো সংসারের ভার। কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার প্রত্যন্ত গ্রাম আন্ধারীঝারে বেড়ে ওঠা এই মেধাবী ছাত্রটি একদিকে যেমন পরিবারের হাল ধরেছেন, অন্যদিকে নিজেকে গড়ে তুলেছেন কঠোর অধ্যবসায়ে।

সকালে, বিকেলে তিনটি টিউশনি করে চালান সংসার, আর রাতের নিস্তব্ধতায় হাতে তুলে নেন পাঠ্যবই। এই সংগ্রামী কিশোরই এবারের এসএসসি (কারিগরি) পরীক্ষায় ২৩৩০ নম্বর পেয়ে কুড়িগ্রাম জেলার শীর্ষস্থান অর্জন করেছেন।

আরো পড়ুন:

আপনের এই অসামান্য সাফল্যের খবর গণমাধ্যমে প্রকাশিত হলে তা নজরে আসে কুড়িগ্রামের জেলা প্রশাসক নুসরাত সুলতানার। খোঁজখবর নিয়ে আজ সোমবার (২১ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে নিজ হাতে আপনকে আর্থিক সহায়তার চেক প্রদান করেন তিনি। 

জেলা প্রশাসক বলেন, ‘‘আপনের মতো মেধাবী, পরিশ্রমী এবং দায়িত্ববান শিক্ষার্থীরা সমাজের আলোকবর্তিকা। তার উচ্চশিক্ষার পথে যেন বাধা না আসে, সেই বিষয়টি আমরা গুরুত্বসহকারে দেখব।’’ 

তার এই সাফল্যে গর্বিত আজ পুরো কুড়িগ্রাম। শুধু জেলার নয়, দেশের প্রত্যন্ত অঞ্চলের সংগ্রামী শিক্ষার্থীদের জন্যও তিনি হয়ে উঠেছেন উদাহরণ, অনুপ্রেরণা।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকেরা।

ঢাকা/বাদশাহ/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়