ঢাকা     শনিবার   ০৬ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘চাকরির তদবিরের জন্য সাক্ষাৎ করা যাবে না’

পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৯, ২৪ জুলাই ২০২৫  
‘চাকরির তদবিরের জন্য সাক্ষাৎ করা যাবে না’

‘চাকরির তদবিরের জন্য জেলা প্রশাসকের সাথে সাক্ষাৎ করা যাবে না। চাকরির জন্য তদবির, প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।’— এমন কড়া বার্তা দিয়েছেন পঞ্চগড়ের জেলা প্রশাসক সাবেত আলী। নিজ কার্যালয়ের সামনে এ সব লিখে সাঁটিয়েছেন পোস্টারও।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে পোস্টারটি চোখে পড়ে। জেলা প্রশাসকের কার্যালয় এবং আওতাধীন উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কার্যালয়ের সাধারণ প্রশাসনের ১১টি ক্যাটাগরিতে ৪৬টি শূন্য পদের নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে এই বার্তা জানিয়েছেন জেলা প্রশাসক।

আরো পড়ুন:

নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে আগামী ২৫ জুলাই সকাল ১০টায় পঞ্চগড় জেলা শহরের বিভিন্ন কেন্দ্রে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষায় প্রায় ৫০০০ জন চাকরি প্রত্যাশী অংশ নেবেন। 

চাকরি প্রত্যাশীদের অনেকে এই সতর্ক বার্তাকে সাধুবাদ জানিয়েছেন। পরীক্ষার্থী সাকিব হাসান বলেন, ‘‘ডিসি স্যার যেটা করছেন সেটা খুবই ভালো। আমাদের মতো সাধারণ মানুষের একটা বিশ্বাস তৈরি হচ্ছে, চাকরি পেতে এখন শুধু পড়ালেখা করলেই চলবে।’’ আরেক পরীক্ষার্থী শারমিন আক্তার বলেন, ‘‘এমন উদ্যোগ থাকলে সমাজে অন্যায়ভাবে চাকরি পাওয়ার প্রবণতা কমবে। যোগ্যদের সুযোগ মিলবে।’’ 

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পরীক্ষায় অংশগ্রহণকারীদের জন্য কেন্দ্রভিত্তিক সময়সূচি ও অন্যান্য নির্দেশনা জেলা প্রশাসনের অফিসিয়াল ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে প্রকাশ করা হয়েছে।

জেলা প্রশাসক সাবেত আলী বলেন, ‘‘সরকারি নিয়োগে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও মেধার ভিত্তিতেই হবে চূড়ান্ত নির্বাচন। তদবিরের কোনো সুযোগ নেই।’’ 
 

ঢাকা/নাঈম/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়