পুকুরে মিলল কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি
পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
চাটমোহরে পুকুর থেকে শুক্রবার সকালে উদ্ধার হওয়া কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি
পাবনার চাটমোহরে পুকুরে মাছ ধরার সময় কষ্টিপাথরের একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করেছেন স্থানীয়রা। পুলিশে ঘটনাস্থলে গিয়ে মূর্তিটি থানায় নিয়ে গেছে।
শুক্রবার (২৫ জুলাই) সকালে উপজেলার নিমাইচড়া ইউনিয়নের মাঝগ্রাম থেকে প্রায় তিন ফুট লম্বা এই মূর্তি উদ্ধার হয়।
স্থানীয়রা জানান, আজ সকালে মাঝগ্রামের বাসিন্দা লোকমান হোসেন নিজের পুকুরে জেলেদের নিয়ে মাছ ধরছিলেন। এসময় কয়েকজন জেলের পায়ে শক্ত বস্তুর আঘাত লাগে। বস্তুটি পানি থেকে উঠিয়ে ভালো করে পরিষ্কার করে তারা বুঝতে পারেন, সেটি কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি।
চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ওসি) মুসা নাসের চৌধুরী বলেন, “এলাকার লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ বিষ্ণু মূর্তিটি থানায় নিয়ে যায়। প্রত্নতত্ত্ব বিভাগের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাদের সঙ্গে কথা বলে যেটুকু জেনেছি, মূর্তিটি ১০০০ সাল থেকে ১১০০ সালের মধ্যকার সময়ের হতে পারে। প্রত্নতত্ত্ব বিভাগের লোকজন এসে মূর্তিটি তাদের হেফাজতে নেবে।”
ঢাকা/শাহীন/মাসুদ