ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে: উপদেষ্টা

নারায়ণগঞ্জ সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪১, ২৬ জুলাই ২০২৫   আপডেট: ১৭:৪২, ২৬ জুলাই ২০২৫
অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে: উপদেষ্টা

নারায়ণগঞ্জে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন জাহাঙ্গীর আলম চৌধুরী

আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানে অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘‘আগামী নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গণঅভ্যুত্থানে লুট হওয়া সকল অস্ত্রসহ দেশে অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃংখলা বাহিনী সদস্যরা তৎপর রয়েছে।’’  

আরো পড়ুন:

শনিবার (২৬ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জের পুলিশ লাইন্সের বিভিন্ন স্থাপনা, ক্যাফেটেরিয়া, রেশন স্টোরসহ নানা অবকাঠামো পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ সব কথা বলেন। 

দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, ‘‘কিছু দুষ্কৃতকারী রয়েছে, যারা দেশকে অস্থিতিশীল করতে চায়। তবে জনগণের নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সচেষ্ট রয়েছে।’’  

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের কোনো বিভেদ নেই বলেও জানিয়েছেন জাহাঙ্গীর আলম চৌধুরী।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরো বলেন, ‘‘জুলাই গণঅভ্যুত্থানের অনেক মামলায় উদ্দেশ্যমূলকভাবে আসামি‌ করায় মামলার তদন্ত কাজ বিলম্বিত হচ্ছে।  প্রকৃত নিরাপরাধ ব্যক্তিরা যাতে হয়রানি না হয়, সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অভিযোগপত্র দাখিল করা হবে।’’

এ সময় নারাায়ণগঞ্জের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার ও পুলিশের কর্মকতারা উপস্থিত ছিলেন। 

এর আগে সিদ্ধিরগঞ্জের র‍্যাব-১১ এর কার্যালয় পরিদর্শন করেন উপদেষ্টা। পরে জালকুড়িতে অবস্থিত ৬২ বিজিবি দপ্তর পরিদর্শনে যান তিনি। 
 

ঢাকা/অনিক/বকুল 

সর্বশেষ

পাঠকপ্রিয়