ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাভারে গ্যাস লিকেজ থেকে আগুন, দগ্ধ দম্পতি হাসপাতালে

সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২০, ২৮ জুলাই ২০২৫   আপডেট: ১৪:২৬, ২৮ জুলাই ২০২৫
সাভারে গ্যাস লিকেজ থেকে আগুন, দগ্ধ দম্পতি হাসপাতালে

ফাইল ফটো

সাভারের আশুলিয়ার একটি বাসায় সিলিন্ডারের লিকেজ থেকে রান্নাঘরে জমা গ্যাসে আগুন লেগে স্বামী-স্ত্রী দগ্ধ হয়েছেন।

রবিবার (১৭ জুলাই) রাত ৯টার দিকে আশুলিয়ার গোহাইলবাড়ী এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা। পরে দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

আরো পড়ুন:

দগ্ধ মিন্টু (৩৫) ও তার স্ত্রী ববিতার (৩০) গ্রামের বাড়ি কুড়িগ্রামের উলিপুর উপজেলায়। তারা আশুলিয়ার গোহাইলবাড়ীতে নজরুল ইসলামের একটি টিনশেড ঘরে ভাড়া থাকতেন।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বলেন, “রবিবার রাত ৯টার দিকে দগ্ধ অবস্থায় দুইজনকে হাসপাতালে আনা হয়। আগুনে মিন্টুর শরীরের প্রায় ৬০ শতাংশ এবং ববিতার ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে।”

প্রতিবেশীরা জানান, রবিবার কাজ শেষে বাসায় ফিরে সন্ধ্যার পর রান্নাঘরে যান মিন্টু। এ সময় ববিতাও তার সঙ্গে ছিলেন। কিছুক্ষণ পর চিৎকার শুনে আশপাশের লোকজন গিয়ে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করেন।

ঘরের মালিক নজরুল ইসলাম বলেন, “মিন্টু ও ববিতা দুইজনেই একই গার্মেন্টসে চাকরি করেন। সিগারেট খাওয়ার জন্য বারান্দার রান্নাঘরে যান মিন্টু। আগুন জ্বালানোর সঙ্গে সঙ্গে তার শরীরে আগুন ধরে যায়। তখন ববিতাও পাশে ছিলেন, তার গায়েও আগুন লাগে। রান্নাঘরের গ্যাস সিলিন্ডারের পাইপ থেকে গ্যাস লিক করে জমে ছিল। বিস্ফোরণ হয়নি। রান্নাঘরের কোনো ক্ষতিও হয়নি।”

ববিতার চাচাতো ভাই প্রেমানন্দ চন্দ্র বর্মণ বলেন, “ডাক্তার বলছে, মিন্টুর অবস্থা ভালো না। ববিতার অবস্থা তুলনামূলকভাবে কিছুটা ভালো। তারা দুইজনেই গোহাইলবাড়ী এলাকায় বাসা ভাড়া নিয়ে গার্মেন্টসে কাজ করতেন।”

ঢাকা/সাব্বির/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়