ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ব্রাহ্মণবাড়িয়ায় মঙ্গলবার থেকে সড়ক অবরোধের ডাক 

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৪, ২৮ জুলাই ২০২৫   আপডেট: ২৩:৩৬, ২৮ জুলাই ২০২৫
ব্রাহ্মণবাড়িয়ায় মঙ্গলবার থেকে সড়ক অবরোধের ডাক 

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সিএনজিচালিত অটোরিকশার মালিক সমিতির সভাপতি মিজানুর রহমান

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাফিক পুলিশের হয়রানি বন্ধ করা, অতিরিক্ত টাকা আদায় ও বিনা কারণে গাড়ি জব্দ না করার দাবিতে অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ডাক দিয়েছেন সিএনজিচালিত অটোরিকশার মালিক-শ্রমিকরা।

সোমবার (২৮ জুলাই) সন্ধ্যায় জেলা শহরের মেড্ডায় অটোরিকশা মালিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই ডাক দেয়া হয়। একই দাবিতে কয়েক দিন ধরে জেলার অটোরিকশার মালিক ও চালকেরা কর্মবিরতি পালন করে আসছে।

আরো পড়ুন:

সংবাদ সম্মেলনে সিএনজিচালিত অটোরিকশার মালিক সমিতির সভাপতি মিজানুর রহমান বলেন, ‘‘দাবি আদায়ে আমরা দুই দিন কর্মবিরতি দিয়েছিলাম। আজ সোমবার বিকেলে জেলা পুলিশ সুপার ও জেলা প্রশাসকের সঙ্গে পৃথক আলোচনা হয়। আলোচনা ফলপ্রসূ না হওয়ায় বাধ্য হয়ে মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ৬টা থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলায় অনির্দিষ্টকালের জন্যে অবরোধ ঘোষণা করা হলো।’’ 

তিনি আরো বলেন, ‘‘এ অবরোধ শুধু সড়ক পথে পালন করা হবে। ফলে কোনো যানবাহন চলাচল করবে না।’’ 

এ সময় সমিতির সাধারণ সম্পাদক কুদ্দুস মিয়া, সিএনজিচালিত অটোরিকশার শ্রমিক ইউনিয়নের সভাপতি হুবজুল করিম ও সাধারণ সম্পাদক স্বপন মিয়া উপস্থিত ছিলেন।

রবিবার (২৭ জুলাই) সকাল থেকে জেলাজুড়ে কর্মবিরতি শুরু করেন অটোরিকশার মালিক-শ্রমিকরা। এই দুই দিন স্ট্যান্ডগুলো থেকে কোনো অটোরিকশা ছেড়ে যায়নি। 

ঢাকা/পলাশ/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়