ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, বন্যার আশঙ্কা  

নীলফামারী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৬, ৩০ জুলাই ২০২৫   আপডেট: ১৭:২৯, ১২ আগস্ট ২০২৫
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, বন্যার আশঙ্কা  

তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

তিস্তা নদীর পানি হঠাৎ বৃদ্ধি পেয়ে নতুন করে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে নীলফামারীসহ আশপাশের নদীতীরবর্তী এলাকায়।

সোমবার (২৯ জুলাই) সন্ধ্যা ৬টায় ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমা ৫২.১৫ মিটার অতিক্রম করে প্রবাহিত হয়েছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, সোমবার সকালে তিস্তার পানি বিপৎসীমার ১৮ সেন্টিমিটার নিচে ছিল। দুপুরে তা আরো নেমে ২২ সেন্টিমিটার নিচে চলে গেলেও সন্ধ্যার পর আকস্মিকভাবে পানি বেড়ে বিপৎসীমা অতিক্রম করে।

পানি বৃদ্ধির ফলে ডিমলা, জলঢাকা, গঙ্গাচড়াসহ তিস্তাপাড়ের নিচু এলাকা ও চরাঞ্চলের মানুষ চরম উদ্বেগে পড়েছেন। ফসলের মাঠ, বসতঘর ও গবাদিপশু নিয়ে নতুন করে দুর্ভোগের শঙ্কা তৈরি হয়েছে।

ডিমলার পূর্বখড়িবাড়ী গ্রামের কৃষক আব্দুল খালেক বলেন, “কয়েকদিন ধরেই পানি ওঠা-নামা করছে। কিন্তু গতকাল সন্ধ্যার পর থেকে পানি হু হু করে বাড়ছে। আমন ধানের চারাগুলো তলিয়ে যাচ্ছে। খুব ভয়ে আছি, জানি না কী হবে।” 

বাইশপুকুর চরের বাসিন্দা ফাতেমা বেগম বলেন, “আমরা প্রতি বছরই তিস্তার বন্যায় ক্ষতিগ্রস্ত হই। এবারও মনে হচ্ছে সেই একই অবস্থা হবে। কোনো সাহায্যের প্রত্যাশা করি না, তবে দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন চাই।” 

এ বিষয়ে ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, “উজানে ভারী বর্ষণের কারণে তিস্তার পানি দ্রুত বেড়ে যাচ্ছে। সন্ধ্যা ৬টায় বিপৎসীমা অতিক্রম করেছে। আমরা সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।” 

পানি বাড়তে থাকায় নিম্নাঞ্চলের ঘরবাড়ি, কৃষিজমি ও গবাদিপশু ঝুঁকির মধ্যে পড়েছে। এ অবস্থায় স্থানীয় প্রশাসন বন্যা পরিস্থিতি মোকাবিলায় সতর্ক রয়েছে বলে জানা গেছে।

ঢাকা/আমিরুল/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়