ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অচেনা মানুষের মনোমুগ্ধকর আল্পনা

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৪, ৩ আগস্ট ২০২৫  
অচেনা মানুষের মনোমুগ্ধকর আল্পনা

কাঠের কয়লা ও রঙ হাতে আপন মনে আল্পনা আঁকছেন এক অচেনা পথিক। তাকে দেখে মনে হচ্ছে, মানসিক ভারসাম্যহীন। তবে তার হাতের এমন আল্পনা দেখে হতবাক সবাই। তাকে দেখতে পথচারীরা ভিড় করছেন।

শনিবার (২ আগস্ট) বিকেলে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি ভূমি অফিসের সামনে তাকে দেখা যায়। লোকটি দেখতে লম্বা, পাতলা ও গায়ের রঙ শ্যামলা। তিনি হয়ত কথা বলতে পারেন না অথবা পারলেও বলছেন না। কেউ প্রশ্ন করলে জবাব দিচ্ছেন না। ক্যামেরা দেখলে নিজেকে আড়াল করার চেষ্টা করছেন। আপন মনে তার হাতের কাজ করে যাচ্ছেন।

তার হাতের আল্পনায় ফুটে উঠেছে, তার বাড়ি কোনো নদীর তীরে। পথচারী কলেজ ছাত্রী নিলুফা ইয়াসমিন বলেন, ‘‘আমি তো অবাক। এই মানুষটির হাতে এমন যাদু আছে। দেখে তো পাগল মনে হচ্ছে, আসলে কি তিনি পাগল?”

পথচারী রাজু বলেন, ‘‘এই পাগলকে তার বাড়ি কোথায় জিজ্ঞেস করছি কিন্তু কথা না বলে ছবি এঁকে যাচ্ছেন। আবার তার বাড়ির ঠিকানা ছবি দিয়ে বুঝিয়ে দিচ্ছেন। তাকে নিয়ে আমার মনে অনেক প্রশ্ন জেগেছে। হয়ত তিনি শিক্ষিত। কোনো কারণে আজ তার এমন পরিস্থিতি।’’

হিলি বাজারের মনির হোসেন বলেন, ‘‘দুপুর থেকে আমাদের বাজারে তাকে দেখছি। কারো সঙ্গে কথা বা কিছু চাইছেন না। আমরা টাকা দিতে চাচ্ছি, তিনি শুধু মাথা নাড়াচ্ছেন আর ফিসফিস করে কী যেন বলছেন।’’

তবে অচেনা এই মানুষটির আঁকা আল্পনায় সকলে মুগ্ধ হয়েছেন। 

ঢাকা/মোসলেম/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়