ঢাকা     মঙ্গলবার   ০৯ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঝালকাঠির সাবেক পৌর মেয়র লিয়াকত আলী ঢাকায় গ্রেপ্তার

ঝালকাঠি প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৮, ৩ আগস্ট ২০২৫  
ঝালকাঠির সাবেক পৌর মেয়র লিয়াকত আলী ঢাকায় গ্রেপ্তার

লিয়াকত আলী তালুকদার

ঝালকাঠি পৌরসভার সাবেক মেয়র ও শহর আওয়ামী লীগের সভাপতি লিয়াকত আলী তালুকদারকে ঢাকার মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২ আগস্ট) দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটে  ডিবি পুলিশের সাইবার টিম তাকে গ্রেপ্তার করে।

আজ রবিবার (৩ আগস্ট) বিকেলে ডিএমপির ওয়েব সাইট সূত্রে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

আরো পড়ুন:

ঝালকাঠি থানায় তার বিরুদ্ধে বিএনপি অফিস ভাঙার অভিযোগে বিস্ফোরক আইনে একটি মামলা রয়েছে। ঝালকাঠি থানার ওসি মনিরুজ্জামান বলেন, ‘‘গ্রেপ্তারের বিষয়টি শুনেছি। তবে অফিসিয়ালি এ ব্যপারে কিছু জানানো হয়নি।’’

তবে ঢাকা থেকে একটি সুত্র নিশ্চিত করেছে, মতিঝিল থানার একটি মামলায় আওয়ামী লীগ নেতা লিয়াকত আলী তালুকদারকে গ্রেপ্তার দেখানো হয়েছে। লিয়াকত আলী তালুকদার ঝালকাঠি-২ আসনের সাবেক সংসদ সদস্য আমির হোসেন আমুর একান্তজন হিসেবে পরিচিত।
 

ঢাকা/অলোক/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়