ঢাকা     মঙ্গলবার   ০৯ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

লোহাগড়ায় ডাকাত দলের ৯ সদস্য গ্রেপ্তার

নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৬, ৩ আগস্ট ২০২৫  
লোহাগড়ায় ডাকাত দলের ৯ সদস্য গ্রেপ্তার

গ্রেপ্তার হওয়া ডাকাত দলের সদস্যরা

নড়াইলের লোহাগড়ায় আন্তঃজেলা ডাকাত দলের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে সাতটি মোটরসাইকেলসহ ডাকাতির কাছে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ হয়। 

রবিবার (৩ আগস্ট) লোহাগড়া থানার ওসি শরিফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

আরো পড়ুন:

গ্রেপ্তারকৃতরা হলেন- ইজাজ আহম্মেদ (৩৩), অমিত কাজী (২৮), হাফিজুর রহমান (৩৩), তনু মোল্যা (৩৩), শামীম রেজা (২৩), শাওন রহমান (২৮), আল আমিন (৩২), মোখলেস শেখ (৪০) এবং মাসুদ রানা (৩০)।

পুলিশ সূত্র জানায়, শনিবার (২ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার আলা মুন্সির মোড় এলাকায় একদল ব্যক্তিকে দেখতে পায় টহলরত পুলিশ সদস্যরা।  জিজ্ঞাসাবাদে অসংলগ্ন কথা বলায় সন্দেহ হয় পুলিশের। এসময় ওই ব্যক্তিদের কাছে থাকা ব্যাগ তল্লাশি করে তিনটি মোটরসাইকেলের নম্বর প্লেট, একটি পুলিশের কোটি, রড, হাতুড়ি, দাসহ বিভিন্ন সরঞ্জাম পায় পুলিশ। পরে ঘটনাস্থলেই আরো একটি হাতকড়াসহ পেপার কাটার ও তাদের ব্যবহৃত সাতটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ সদস্যরা।

লোহাগড়া থানার ওসি শরিফুল ইসলাম বলেন, “ডাকাতির প্রস্তুতিকালে অভিযুক্তদের আটক করা হয়। গ্রেপ্তার মোখলেস ও আল আমিনের বিরুদ্ধে চারটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”

ঢাকা/শরিফুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়