জয়দেবপুর জংশনে মুগ্ধর নামে সুপেয় পানির কর্নার
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম
‘মুগ্ধ সুপেয় পানির কর্নার’ উদ্বোধন করা হচ্ছে।
জয়দেবপুর রেলওয়ে জংশনে জুলাই অভ্যুত্থানে শহীদ শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধর স্মরণে নির্মাণ হয়েছে ‘মুগ্ধ সুপেয় পানির কর্নার’।
মঙ্গলবার (৫ আগস্ট) সকালে গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফীন সাধারণ যাত্রীদের জন্য কর্নারটি উদ্বোধন করেন।
জানা যায়, গাজীপুর জেলা পরিষদ ২০২৫-২০২৬ অর্থবছরে ৯ লাখ ৭৫ হাজার টাকায় এটি নির্মাণ করেছে। নাম ফলকে লেখা হয়েছে ‘তারুণ্যের আইডিয়ায় গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালন। আমার চোখে জুলাই বিপ্লব। মুগ্ধ সুপেয় পানির কর্নার।’
প্রসঙ্গত, গত বছরের ১৮ জুলাই ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর উত্তরায় শিক্ষার্থী ও পুলিশের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন মুগ্ধ। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের শিক্ষার্থী ছিলেন। গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার ঠিক আগে মুগ্ধের বিস্কুট ও পানি বিতরণের একটি ভিডিও সেসময় আন্দোলনের নতুন মাত্রা যোগ করেছিল। তার মৃত্যুতে সরকার পতনের আন্দোলন আরও তীব্রতর হয়ে ওঠে।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী জানান, গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি পালন উপলক্ষে গাজীপুর জেলা পরিষদ ৯ লাখ ৭৫ হাজার টাকায় সুপেয় পানির এই কর্নার নির্মাণ করেছে।
জেলা প্রশাসক নাফিসা আরেফীন বলেন, “মুগ্ধ কর্নারটি গাজীপুরের শ্রমজীবী মানুষের সুবিধার জন্য নির্মাণ হয়েছে। এর মাধ্যমে মুগ্ধের স্মৃতি স্মরণীয় হয়ে থাকবে।”
এসময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী, অতিরিক্ত পুলিশ কমিশনার জাহিদুল হাসান ও পুলিশ সুপার যাবের সাদেকসহ অন্যরা উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন।
উল্লেখ্য, এর আগে জেলার বিভিন্ন স্থানে জুলাই শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসকসহ প্রশাসনের কর্মকর্তারা।
ঢাকা/রেজাউল/এস