ঢাকা     মঙ্গলবার   ০৯ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খুলনায় প্রকাশ্যে গুলি ও কুপিয়ে চরমপন্থী নেতাকে হত্যা

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৭, ৫ আগস্ট ২০২৫   আপডেট: ২২:৪৪, ৫ আগস্ট ২০২৫
খুলনায় প্রকাশ্যে গুলি ও কুপিয়ে চরমপন্থী নেতাকে হত্যা

ফাইল ফটো

খুলনায় চরমপন্থী নেতা শেখ শাহাদাত হোসেনকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। 

মঙ্গলবার (৫ আগস্ট) রাত ৮টার দিকে নগরীর সঙ্গীতা সিনেমা হলের সামনে তার ওপর হামলা হয়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।

আরো পড়ুন:

শাহাদাত নিষিদ্ধ চরমপন্থী সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা ছিলেন। দেড় যুগ কারাভোগের পর চলতি বছর তিনি জামিনে মুক্তি পান। এরপর থেকে তিনি স্বাভাবিক জীবনযাপন করেছিলেন।

সোনাডাঙ্গা মডেল থানার ওসি শফিকুল ইসলাম বলেন, “সন্ত্রাসীরা তাকে ধাওয়া করে সঙ্গীতা সিনেমা হলের নিচে শফি টায়ারের দোকানে কুপিয়ে ও গুলি করে জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।”

পুলিশের একটি সূত্র জানায়, শাহাদাতের বিরুদ্ধে বোমা মেরে দুই পুলিশকে হত্যাসহ একাধিক হত্যা মামলা ছিল। কিছু মামলায় তিনি খালাস ও কয়েকটিতে জামিনে ছিলেন।

ঢাকা/নূরুজ্জামান/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়