খুলনায় জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ ও উন্মুক্ত আলোচনা
নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম
খুলনা জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্য, আহত ও জুলাই যোদ্ধাদের নিয়ে স্মৃতিচারণ, উন্মুক্ত আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যায় নগরীর শিববাড়ি মোড়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার।
এ সময় তিনি বলেন, “বাংলাদেশকে নতুন করে ঢেলে সাজাতে হবে। সকল অনিয়ম, দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। ছাত্র-জনতার আশা আকাঙ্ক্ষার নতুন বাংলাদেশ গড়তে সবার ঐক্যর কোনো বিকল্প নেই।”
তিনি আরো বলেন, “বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। দীর্ঘ ১৭ বছরের অনিয়ম এক বছরে সমাধান করা সম্ভব নয়। সব সমস্যার সমাধানে আমরা আন্তরিকভাবে কাজ করছি। আপনাদের সমালোচনা আমাদের ভালো কাজ করার অনুপ্রেরণা যোগাবে।”
এ সময় তিনি ছাত্র-জনতা ও জুলাই যোদ্ধাদের ছোট ছোট পরামর্শগুলো সমস্যা সমাধানে কার্যকর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশের রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক, শহীদ শেখ মো. সাকিব রায়হানের পিতা শেখ আজিজুর রহমান, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. শফিকুল আলম তুহিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহানগর আমীর অধ্যাপক মাহফুজুর রহমান, জুলাই যোদ্ধা মো. সিরাজুল ইসলাম, মো. হুজাইফা, মোহাম্মদ প্রান্ত, মোহাম্মদ শাহরিয়ার, মো. নয়ন, স্নিগ্ধা মুন্নি প্রমুখ স্মৃতিচারণ করেন।
অনুষ্ঠানে গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সদস্য, ছাত্র-জনতা, জুলাই যোদ্ধাসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকা/নুরুজ্জামান/মেহেদী