চট্টগ্রামের পটিয়ায় ২ বাসের সংঘর্ষে আহত ২০
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়
চট্টগ্রামের পটিয়া উপজেলা অংশে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।
বুধবার (৬ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার শান্তিরহাট ভেল্লাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহত ২০ জনকে বিজিসি ট্রাস্ট মেডিক্যাল কলেজে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
পটিয়া হাইওয়ে পুলিশের এসআই আলাউদ্দিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের একটি গাড়ি ওভারটেকিং করার সময় বিপরীত দিক থেকে আসা হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় গাড়িতে থাকা অন্তত ২০ জন যাত্রী আহত হন।
খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা এগিয়ে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। আহতরা সবাই শঙ্কামুক্ত বলে জানা গেছে।
ঢাকা/রেজাউল/এস