মসজিদের টাকা আত্মসাৎসহ নানা অভিযোগ, বিএনপি নেতাকে শোকজ
নেত্রকোনা সংবাদদাতা || রাইজিংবিডি.কম
মসজিদের টাকা আত্মসাৎসহ নানা অভিযোগে নেত্রকোনার বারহাট্টা উপজেলার সিংধা ইউনিয়ন বিএনপির সহ-মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক টিপন মিয়াকে (৫০) কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।
বুধবার (৬ আগস্ট) উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমল এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, গত সোমবার টিপন মিয়াকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
বারহাট্টা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমল স্বাক্ষরিত ওই নোটিশে বলা হয়েছে, ‘‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ৬ নম্বর সিংধা ইউনিয়ন শাখার দায়িত্বশীল পদে আসীন থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই মর্মে আগামী ৭২ ঘণ্টার মধ্যে নিম্ন স্বাক্ষরকারীর নিকট উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হলো।’’
অভিযুক্ত টিপন মিয়া একই ইউনিয়নের মল্লিকপুর গ্রামের মাঝপাড়া এলাকার মৃত হাজী আব্দুল করিমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের পরে টিপন মিয়া প্রভাব খাটিয়ে মল্লিকপুর মাঝপাড়া জামে মসজিদের সভাপতি হন। পরে তিনি মসজিদের টাকা-পয়সা আত্মসাৎ করেন।
এ বিষয়ে মল্লিকপুর মাঝপাড়া মসজিদ কমিটির সভাপতি নিজাম উদ্দিন বলেন, ‘‘মসজিদের বড় একটি পুকুর রয়েছে। যেটা তিন লাখ টাকায় লিজ দেওয়া হতো। টিপন সভাপতি হয়ে পুকুরটি নিজে লিজ নেন। তবে, টাকা পয়সা কিছুই দেননি। এছাড়া, দান-অনুদানের টাকার কোনো হিসেব নেই।’’
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমল বলেন, ‘‘টিপন মিয়ার বিরুদ্ধে চাঁদাবাজি, অন্যের জমি দখল, মসজিদের টাকা আত্মসাৎ, সড়কের ইটের খোয়া লুট, নদীর টাকা আত্মসাতসহ একাধিক অভিযোগ পেয়েছি। তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। শোকজের জবাব পাওয়ার পর এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’’
অভিযোগের বিষয়ে জানতে টিপন মিয়ার মোবাইলে ব্যবহৃত নম্বরে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।
ঢাকা/ইবাদ/রাজীব