হজে যাওয়ার সময় বিমানবন্দর থেকে আ.লীগ নেতা গ্রেপ্তার
বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
আমতলী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামাল আকন
ওমরাহ হজে যাওয়ার সময় বরগুনার আমতলী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামাল আকনকে গ্রেপ্তার করেছে বিমান বন্দর থানা পুলিশ।
বুধবার (৬ আগস্ট) সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান।
গ্রেপ্তার কামাল আকনের নামে বরগুনা ও আমতলী থানায় দুটি মামলা রয়েছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান রাইজিংবিডিকে বলেন, “ওমরাহ হজে যাবার সময় বিমানবন্দরে চেক ইনের সময় কামাল আকনকে গ্রেপ্তার করেছে বিমান বন্দর থানা পুলিশ। তার বিরুদ্ধে বরগুনা জেলা বিএনপির কার্যালয়ে ভাংচুর, অগ্নিসংযোগ ও বিএনপি নেতা কর্মীদের উপর হামলার অভিযোগে একটি মামলা এবং আমতলী উপজেলা বিএনপির কার্যালয়ে ভাংচুর, অগ্নিসংযোগ ও বিএনপি নেতাদের উপর হামলার অভিযোগে আরেকটি মামলা রয়েছে।”
কামাল আকনকে বরগুনা জেলা কারাগারে আনার জন্য আমতলী থানা পুলিশ ঢাকার উদ্দেশে রওনা করেছে। আগামীকাল তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানান ওসি।
ঢাকা/ইমরান/এস