ঢাকা     মঙ্গলবার   ০৯ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হিলিতে পেঁয়াজের বাজার ঊর্ধ্বগতি

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৭, ৭ আগস্ট ২০২৫   আপডেট: ১২:১৭, ৭ আগস্ট ২০২৫
হিলিতে পেঁয়াজের বাজার ঊর্ধ্বগতি

হিলি বাজারে পেঁয়াজের দাম বেড়েছে

দিনাজপুরের হিলি বন্দর বাজারে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ২০ টাকা করে। দেশের মোকামে পেঁয়াজের মজুত কমের দিকে। যে কারণে পেঁয়াজের দাম বাড়তি। যদি ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয় তাহলে বাজার স্বাভাবিক হবে, বলছেন পেঁয়াজ ব্যবসায়ীরা। এদিকে হঠাৎ পেঁয়াজের দাম বাড়ায় হতাশ সাধারণ ক্রেতা-বিক্রেতারা। 

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে হিলি বন্দর বাজার ঘুরে দেখা যায়, গত এক সপ্তাহ আগে পাইকারি বাজারে পেঁয়াজের দাম ছিল ৪৫ থেকে ৪৮ টাকা কেজি। খুচরা বাজারে তা বিক্রি হচ্ছিলো ৫০ থেকে ৫২ টাকা কেজিতে। এক সপ্তাহের ব্যবধানে সেই দেশি পেঁয়াজ পাইকারি বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৬৮ টাকা কেজি দরে। খুচরা বাজারে তা বিক্রি হচ্ছে ৭০ টাকায়। 

হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা আব্দুল রাজ্জাক বলেন, “পেঁয়াজের দাম স্বাভাবিক ছিলো। হঠাৎ আজ পেঁয়াজ কিনতে এসে দেখি বাজার উল্টাপাল্টা। এর আগে ৫০ টাকা কেজি কিনলাম, আজ তা ৭০ টাকা কেজি। এভাবে দাম বাড়লে আমরা চলব কী করে?”

ফরিদুল ইসলাম নামে অপর একজন বলেন, “গত সপ্তাহের চেয়ে আজ পেঁয়াজের দাম কেজিতে ২০ টাকা করে বেড়েছে। যদি এভাবে দাম বাড়তি হয়, তাহলে তো সমস্যা। আমরা চাই সরকার যেন বিষয়টি দেখেন।”

হিলি বাজারে সবজি ব্যবসায়ী আব্দুল লতিফ বলেন, “পেঁয়াজের বাজার ঊর্ধ্বগতি। গত সপ্তাহ আগে ৪৫ থেকে ৪৮ টাকা কেজি দরে পাইকারি কিনে তা খুচরা ৫০ থেকে ৫২ টাকা কেজি হিসেবে বিক্রি করেছিলাম। বর্তমান প্রকার ভেদে ৬৫ থেকে ৬৮ টাকা কেজি দরে পাইকারি কিনে তা ৭০ টাকা দরে খুচরা বিক্রি করছি।”

হিলি বাজারে পাইকারি পেঁয়াজ ব্যবসায়ী ও আমদানিকারক শাহাবুল ইসলাম বলেন, “দেশে যেসব পেঁয়াজের মোকাম রয়েছে, সেখানে পেঁয়াজের মজুত কমে এসেছে। যার কারণে বাজার বেড়ে যাচ্ছে।”

তিনি আরও বলেন, “সরকার যদি আবারও ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেয়, তাহলে পেঁয়াজের দাম কমে যাবে।”

ঢাকা/মোসলেম/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়