খুলনায় অস্ত্র ও গুলিসহ আটক ১
নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম
অস্ত্রসহ আটক জয়নাল আবেদীন জনি
খুলনায় দেশীয় পাইপগান এবং দুই রাউন্ড শর্টগানের গুলিসহ জয়নাল আবেদীন জনি (৪০) নামে এক যুবককে আটক করেছে যৌথ বাহিনী।
বুধবার (৬ আগস্ট) গভীর রাতে নগরীর পূর্ব বানিয়াখামার মেইন রোড এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক জনি ওই এলাকার আশরাফ আলীর ছেলে।
খুলনা থানার এসআই তপন বিষয়টি নিশ্চিত করে বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে সেনা, নৌবাহিনী এবং পুলিশের সমন্বয়ে গঠিত যৌথবাহিনী রাত আড়াইটার দিকে নগরীর পূর্ব বানিয়াখামার এলাকার আশরাফ আলীর বাড়িতে অভিযান চালায়। অভিযানের নেতৃত্ব দেন মেজর আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস (১৭ বীর)।”
তিনি জানান, রাতে জনির ঘর থেকে একটি দেশীয় পাইপগান এবং দুই রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার করা হয়। এছাড়া আটক হওয়া জনির ঘর থেকে বিভিন্ন ধরনের নেশা জাতীয় দ্রব্যও পাওয়া যায়।
আটক হওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য খুলনা সদর ক্যাম্পে নেওয়া হয়। পরবর্তীতে তাকে খুলনা থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এসআই তপন।
ঢাকা/নুরুজ্জামান/এস