ঢাকা     মঙ্গলবার   ০৯ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কাপ্তাই বাঁধের সব গেট খোলা

কর্ণফুলীতে প্রবল স্রোতে ফেরি চলাচল বন্ধ

রাঙামাটি প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২০, ৭ আগস্ট ২০২৫   আপডেট: ১২:২৩, ৭ আগস্ট ২০২৫
কর্ণফুলীতে প্রবল স্রোতে ফেরি চলাচল বন্ধ

বৃহস্পতিবার সকাল ৬টা থেকে কর্ণফুলী নদীতে ফেরি চলাচল বন্ধ আছে

অব্যাহত পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদে পানির স্তর বিপৎসীমায় পৌঁছে গেছে। দ্রুত পানি নিষ্কাশনে ৩ ফুট করে খুলে দেওয়া হয়েছে বাঁধের ১৬টি গেট। এতে প্রতি সেকেন্ডে ৫৮ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নির্গত হচ্ছে। এছাড়া, বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রতি সেকেন্ডে ৩২ হাজার কিউসেক পানি ছাড়া হচ্ছে। ফলে, কর্ণফুলী নদীতে প্রবল স্রোত দেখা দিয়েছে। নিরাপত্তার স্বার্থে ওই নদীতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ৬টা থেকে চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল বন্ধ আছে। ফলে, নদীর দুই পাশে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। স্থানীয়রা ছাড়াও রাঙামাটি থেকে বান্দরবানগামী ও বান্দরবান থেকে রাঙামাটিগামী যাত্রীরা পারাপারের অপেক্ষায় প্রহর গুনছেন।

রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী কীর্তি নিশান চাকমা জানিয়েছেন, কাপ্তাই পানিবিদ্যুৎ কেন্দ্রের স্পিলওয়ের ১৬টি গেট খুলে দেওয়ার ফলে কর্ণফুলী নদীতে প্রবল স্রোত দেখা দিয়েছে। এ কারণে আজ (বৃহস্পতিবার) সকাল ৬টা থেকে এ নৌ রুটে ফেরি চলাচল আপাতত বন্ধ আছে। 

ফেরিঘাটে কথা হয় ফেরির ইনচার্জ মো. আরমান এবং ফেরিচালক মো. আমিনের সঙ্গে। তারা বলেন, কাপ্তাই পানিবিদ্যুৎ কেন্দ্রের স্পিলওয়ের ১৬টি গেট দিয়ে পানি ছাড়ার ফলে নদীতে অনেক স্রোত। তাই, আজ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে আপাতত ফেরি চলাচল বন্ধ আছে। স্রোত কমলে যদি নদীতে জোয়ার আসে, তখন আমরা ফেরির চালানোর চেষ্টা করব। 

ঢাকা/শংকর/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়