ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সৈকতে ভেসে এল ডুবে যাওয়া ট্রলারসহ জেলের লাশ

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৬, ৭ আগস্ট ২০২৫   আপডেট: ১২:৪৯, ৭ আগস্ট ২০২৫
সৈকতে ভেসে এল ডুবে যাওয়া ট্রলারসহ জেলের লাশ

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে মাছ শিকারে গিয়ে ডুবে যাওয়া ট্রলারসহ এক জেলের লাশ। 

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৯টায় ট্যুরিজম পার্ক-সংলগ্ন সৈকতে ওই ট্রলারটি ভেসে আসে। ট্রলারের মধ্যে ভেসে আসা জেলের নাম ইদ্রিস হাওলাদার (৫০)। লাশ শনাক্ত করেছেন তার জামাতা সাগর ইসলাম।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, গত ২৫ জুলাই বঙ্গোপসাগরের শেষ বয়ার ৭৫ কিলোমিটার গভীরে ১৫ জেলেসহ এফবি সাগরকন্যা নামের একটি মাছ ধরার ট্রলার ডুবে যায়। সমুদ্রে চার দিন ভেসে থাকার পর ১০ জেলেকে উদ্ধার করা হয়। ১ আগস্ট নজরুল ইসলাম নামের এক জেলের লাশ সৈকতের মীরাবাড়ি পয়েন্টে ভেসে আসে। ট্রলারডুবির ওই ঘটনায় এখনে নিখোঁজ আছেন তিন জেলে।

কুয়াকাটা সৈকত এলাকার জেলে সোহেল মাঝি বলেছেন, বৃহস্পতিবার সকালে ট্রলারটি ভেসে আসে। ইদ্রিস মাঝির লাশ ট্রলারের মধ্যেই ছিল। ঢেউয়ের তাণ্ডবে ট্রলারটি কাত হয়ে গেলে লাশটি বাইরে বেরিয়ে আসে। ট্রলারটি ভেসে আসতে দেখার পর আমরা পুলিশ ও স্থানীয়দের খবর দিই।

কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মনিরুজ্জামান বলেছেন, লাশসহ ট্রলারটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঢাকা/ইমরান/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়