হিমাগারে নিরাপত্তারক্ষীদের জিম্মি করে ডাকাতি
রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কোল্ড স্টোরেজের পাওয়ার হাউজ, বিদ্যুৎ ও প্রকৌশল বিভাগ থেকে নতুন ও পুরাতন ধাতব মালামাল লুট করে ডাকাতেরা
রাজশাহীর মোহনপুর উপজেলায় একটি হিমাগারে অস্ত্রের মুখে নিরাপত্তারক্ষী ও শ্রমিকদের জিম্মি করে ডাকাতি সংঘটিত হয়েছে। এতে প্রায় ১৩ লাখ টাকার মালামাল ও নগদ অর্থ লুট হয়েছে বলে দাবি করেছে হিমাগার কর্তৃপক্ষ।
মোহনপুর উপজেলার কানাইখালী এলাকায় অবস্থিত দেশ কোল্ড স্টোরেজে সোমবার (৪ আগস্ট) দিবাগত গভীর রাতে ডাকাতি হয়। হিমাগার কর্তৃপক্ষ জানায়, ২০-২৫ জনের সংঘবদ্ধ ডাকাতদল হিমাগারে হানা দেয়। তারা ভেতরে ঢুকে নিরাপত্তারক্ষীসহ ১৮ জন শ্রমিককে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলেন। এরপর পাওয়ার হাউজ, বিদ্যুৎ ও প্রকৌশল বিভাগ থেকে নতুন ও পুরাতন ধাতব মালামাল লুট করে নেয় ডাকাতরা। একইসঙ্গে শ্রমিক সরদারের কাছে থাকা ১ লাখ ৮০ হাজার টাকা ছিনিয়ে নেয়।
হিমাগারের ব্যবস্থাপনা পরিচালক বজলুর রহমান জানান, ডাকাতরা তালা ভেঙে যন্ত্রাংশ, গান মেটাল, জার্নাল বিয়ারিংসহ ওয়ার্কশপ হাউজের বিভিন্ন মালামাল নিয়ে যায়। ভোরে এক শ্রমিক কৌশলে হাত খুলে ফেলে এবং হুইসেল বাজান। তখন অন্য শ্রমিকরাও মুক্ত হন।
খবর পেয়ে মোহনপুর থানা পুলিশ ঘটনাস্থলে যায়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান বলেন, ‘‘ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে যাই। তদন্ত চলছে। ডাকাতির ঘটনায় হিমাগারের কেউ জড়িত আছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।’’
ঢাকা/কেয়া/বকুল