ঢাকা     মঙ্গলবার   ০৯ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পঞ্চগড়ে যুবক খুন: জড়িতদের গ্রেপ্তারের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৩, ৭ আগস্ট ২০২৫   আপডেট: ১৭:২১, ৭ আগস্ট ২০২৫
পঞ্চগড়ে যুবক খুন: জড়িতদের গ্রেপ্তারের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

পঞ্চগড় জেলা শহরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে জাবেদ উমর জয় (১৯) নামে এক যুবক নিহত হওয়ার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে পুরো শহর। হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং জড়িতদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শহরের চৌরঙ্গী মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন তারা। তারা প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

আরো পড়ুন:

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা চৌরঙ্গী মোড়সহ আশপাশের সড়কে বাঁশ ফেলে যান চলাচল বন্ধ করে দেন। এতে করতোয়া সেতু থেকে মিলগেট বাজার এবং চৌরঙ্গী মোড় থেকে তেতুঁলিয়া বাসস্ট্যান্ড এলাকা পর্যন্ত সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। আন্দোলনকারীরা সাধারণ মানুষকেও চলাচলে বাধা দেন এবং নানা স্লোগান দিতে থাকেন।

এর আগে, বুধবার (৬ আগস্ট) রাতে পঞ্চগড় জেলা শহরের সিনেমা হল মার্কেটের সামনে জাবেদ উমর জয় নামে এক যুবক ছুরিকাঘাতের শিকার হন। পরে গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত জয় জেলার পুরাতন ক্যাম্প এলাকার জহিরুল হকের ছেলে এবং তিনি ছাত্রদলের ২ নম্বর ওয়ার্ডের কর্মী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরেই এই হামলা হয়েছে। নতুনবস্তি এলাকার আল আমিন, পারভেজসহ আরো কয়েকজনের বিরুদ্ধে এই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগ উঠেছে।

এদিকে, অবরোধ চলাকালে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শইমী ইমতিয়াজ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তিনি আসামিদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন।

শইমী ইমতিয়াজ বলেন, “ইতোমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি অভিযুক্তদের ধরতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান চলছে। দ্রুত সময়ের মধ্যেই অন্যদের গ্রেপ্তার করা হবে।

ঢাকা/নাঈম/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়