ঢাকা     মঙ্গলবার   ০৯ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মুক্তিপণ না পেয়ে কুমিল্লার যুবককে কক্সবাজারে নিয়ে হত্যা

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৯, ৭ আগস্ট ২০২৫  
মুক্তিপণ না পেয়ে কুমিল্লার যুবককে কক্সবাজারে নিয়ে হত্যা

নিহত সজিব হোসেন

কুমিল্লার বরুড়া উপজেলার রাজমিস্ত্রী সজিব হোসেনকে (৩২) অপহরণের তিন দিন পর কক্সবাজারের উখিয়া ইনানী সৈকত থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ধারণা করছে, মুক্তিপণ না পাওয়ায় অপহরণকারীরা তাকে নৃশংসভাবে হত্যা করেছে।

বুধবার (৬ আগস্ট) সন্ধ্যায় উখিয়া থানার ইনানী বীচ এলাকায় সাগরের পাড় থেকে সজিবের মরদেহ উদ্ধার করা হয়। তিনি বরুড়া উপজেলার ভাউকসার গ্রামের কামাল হোসেনের েছেলে।

আরো পড়ুন:

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে চিকিৎসার জন্য সজিব কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। নিখোঁজের পর সজিবের বাবা কামাল হোসেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করেন।

ডায়েরির পর দিন অপহরণকারীরা তার বাবার ফোনে যোগাযোগ করে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। আর্থিক অসচ্ছলতার কারণে পরিবার মুক্তিপণ দিতে ব্যর্থ হয়। এরপর অপহরণকারীরা সজিবকে পিটিয়ে হত্যা করে কক্সবাজারের ইনানী সৈকতে মরদেহ ফেলে রেখে যায়।

পুলিশ জানায়, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে সন্দেহ করা হচ্ছে।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, “সজিব হোসেন নিখোঁজ হওয়ার পর তার পরিবারের পক্ষ থেকে ডায়েরি করা হয়েছিল। পরে মুক্তিপণের দাবিও আসে। শেষ পর্যন্ত মুক্তিপণ না পেয়ে তাকে নির্মমভাবে হত্যা করা হয়। মরদেহ আইনি প্রক্রিয়া শেষে আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে নিহতের বাবার কাছে হস্তান্তর করা হবে।  

ঢাকা/রুবেল/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়