ঢাকা     মঙ্গলবার   ০৯ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টঙ্গীতে ট্রাভেল ব্যাগ থেকে খণ্ডিত মরদেহ উদ্ধার 

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫২, ৮ আগস্ট ২০২৫   আপডেট: ১২:০৮, ৮ আগস্ট ২০২৫
টঙ্গীতে ট্রাভেল ব্যাগ থেকে খণ্ডিত মরদেহ উদ্ধার 

পরিত্যাক্ত একটি ট্রাভেল ব্যাগ থেকে মানব দেহের খণ্ডিত অংশ উদ্ধার করে পুলিশ।

গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন স্টেশন রোড এলাকায় পরিত্যক্ত ট্রাভেল ব্যাগ থেকে একটি মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৮ আগস্ট) সকালে হাজীর বিরিয়ানির সামনে রাস্তায় ব্যাগটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা। নিহত ব্যক্তির বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৩৫ বছর।

পুলিশ ও স্থানীয়রা জানান, গাজীপুরের টঙ্গী স্টেশন রোড এলাকায় শুক্রবার সকালে একটি ব্যাগ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। কৌতূহলবশত কয়েকজন ব্যক্তি ব্যগটি খুলতেই ভেতরে মানব দেহের খণ্ডিত অংশ দেখতে পায়। পরে খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ সকাল ৯টার দিকে টুকরা করা লাশটি উদ্ধার করে। 

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, “নিহত ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি। দুর্বৃত্তরা তাকে হত্যা করে বেশ কয়েকটি টুকরা করে ওই ব্যাগের মধ্যে ভরে ফেলে পালিয়ে গেছে। টুকরা করা লাশটি উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।” 

তিনি আরো বলেন, “নিহতের পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।”

ঢাকা/রেজাউল/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়