নাটোরে প্রাইভেটকারের চালককে গলা কেটে হত্যা
নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নাটোরের লালপুরে বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ১০টার দিকে এক প্রাইভেটকারের চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত সাইদুর সাইদুর রহমান কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বামনপাড়া গ্রামের মৃত আলতাব হোসেনের ছেলে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান জানিয়েছেন, একটি প্রাইভেটকার কুষ্টিয়ার ভেড়ামারা থেকে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ার দিকে যাচ্ছিল। পথে লালপুর উপজেলার গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিলস হাই স্কুলের সামনে চালকের গলায় ছুরি দিয়ে আঘাত করে দুর্বৃত্তরা। রাস্তার পাশে তার রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। পুলিশ এসে চালকের মরদেহ এবং প্রাইভেটকারের ভেতর থেকে একটি ছুরি উদ্ধার করে।
ওসি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রাইভেটকারের ভেতরে থাকা যাত্রীরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইফতে খায়ের আলম জানিয়েছেন, জিজ্ঞাসাবাদের জন্য একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। চালকের লাশ উদ্ধার করে নাটোর সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঢাকা/আরিফুল/রফিক