মৌলভীবাজারে দুর্বৃত্তের হামলায় ব্যবসায়ী নিহত
মৌলভীবাজার সংবাদদাতা || রাইজিংবিডি.কম
মৌলভীবাজার শহরের শমসের নগর সড়কে সিএনজি স্টেশনের পাশে বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যায় দুর্বৃত্তের হামলায় রুবেল আহমদ (৫৩) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
রুবেল তার হার্ডওয়্যারের দোকানের ভিতরে অবস্থানকালে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করা হয়। তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসেন। প্রথমে রুবেলকে মৌলভীবাজার সদর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত ১০টায় রুবেলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
রুবেলের বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে। কে বা কারা তার ওপর হামলা করেছে, তা এখনো জানা যায়নি।
একই এলাকার ব্যবসায়ী বদরুল ইসলাম জানিয়েছেন, চিৎকার শুনে তিনি ঘটনাস্থলে গেলে রুবেলকে গুরুতর আহত অবস্থায় দেখতে পান।
মৌলভীবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেছেন, “ব্যবসায়ী রুবেল হত্যার বিষয়ে তদন্ত চলছে। এখন এর চেয়ে বেশি কিছু বলা যাচ্ছে না।”
ঢাকা/আজিজ/রফিক