ঢাকা     মঙ্গলবার   ০৯ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাংবাদিক হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সভা

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৩, ৮ আগস্ট ২০২৫  
সাংবাদিক হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সভা

গাজীপুর প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের প্রতিবাদ সভা

গাজীপুরের সাংবাদিক ইউনিয়নের আয়োজনে সাংবাদিক হত্যার ঘটনায় মানববন্ধন ও প্রতিবাদ সভা আয়োজন করা হয়েছে। 

শুক্রবার (৮ আগস্ট) সকালে গাজীপুর প্রেসক্লাবের সামনে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। 

এসময় গাজীপুরের কর্মরত সাংবাদিকরা দ্রুত সময়ের মধ্যে তাদের সহকর্মী আসাদুজ্জামান তুহিনকে হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানায়। তারা প্রকাশ্যে দিবালোকে গাজীপুরের জনবহুল চৌরাস্তা এলাকায় সন্ত্রাসীদের হামলার নিন্দা করেন। গাজীপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে বলেও জানান তারা। 

এসময় সাংবাদিকরা গাজীপুরের বিভিন্ন জায়গায় চাঁদাবাজি ও ছিনতাইকারীদের মদদদাতাদেরও চিহ্নিত করার দাবি তোলেন। 

তারা বলেন, ঘটনার ১৭ ঘণ্টা অতিক্রম হলেও সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। আসামিরা চিহ্নিত, তাদের সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে। এরপরেও গ্রেপ্তার করতে না পারা প্রশাসনের ব্যর্থতা। 

গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, চ্যানেলের সাংবাদিক ফজলুল হক মোড়ল, প্রথম আলোর সাংবাদিক মাসুদ রানা, মাছরাঙ্গা টেলিভিশনের ফারদিন ফেরদৌস, এটিএন বাংলার মাজহারুল ইসলাম মাসুম, ডিবিসির মাহমুদা শিকদার, দেশ রূপান্তরের আমিনুল ইসলাম, কালের কণ্ঠের শরীফ আহমেদ শামীম, যুগান্তরের শাহ শামসুল হক রিপন, নয়া দিগন্তের আজিজুল, রাইজিংবিডি ও প্রতিদিনের বাংলাদেশের রেজাউল করিমসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

ঢাকা/রেজাউল/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়