নাটোরে প্রাইভেটকার চালককে হত্যায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ১
নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
নাটোরের লালপুরে প্রাইভেটকার চালক সাইদুর রহমানকে গলা কেটে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে, তদন্তের স্বার্থে পুলিশ তার নাম-পরিচয় প্রকাশ করেনি।
বৃহস্পতিবার (৭ আগস্ট) মধ্যরাতে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে, রাত ১০টার দিকে উপজেলার গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিলস হাই স্কুলের সামনে এ ঘটনা ঘটে।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুজ্জামান বলেন, ‘‘প্রাইভেটকার চালককে গলা কেটে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত বাকিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’’
পুলিশ জানিয়েছে, অজ্ঞাত একদল ব্যক্তি কুষ্টিয়া থেকে একটি প্রাইভেটকার ভাড়া নিয়ে নাটোরের বড়াইগ্রামের বনপাড়া অভিমুখে যাচ্ছিলেন। পথে গাড়িতে থাকা যাত্রীরা সাইদুর রহমানের গলায় ছুরি চালান। চালক গাড়ি থামালে দুর্বৃত্তরা পালিয়ে যান। পরে সাইদুর রহমানও গাড়ি থেকে বের হয়ে লোকালয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু, রাস্তায় পড়ে যান তিনি। স্থানীয়রা তাকে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সাইদুরকে মৃত অবস্থায় পান।
এ ঘটনায় নিহতের ভাই আলমগীর হোসেন বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে লালপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, এটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। তবে, তদন্তের পরই তা নিশ্চিত হওয়া যাবে।
নিহত সাইদুর রহমান কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বামনপাড়া গ্রামের মৃত আলতাব হোসেনের ছেলে।
ঢাকা/আরিফুল/রাজীব