স্কুলের নির্মাণাধীন সীমানা প্রাচীর ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা
ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ঝালকাঠির নলছিটি উপজেলার বারইকরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন সীমানা প্রাচীর রাতের আঁধারে দুর্বৃত্তরা ভেঙে দিয়েছে বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) দিবাগত রাতের যেকোনো সময় এ ঘটনা ঘটে। এতে প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি স্কুল কর্তৃপক্ষের।
বারইকরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এডহক কমিটির সদস্য লিয়াকত আলী খান বলেন, ‘‘স্কুরের নির্মাণাধীন সীমানা প্রাচীরের কলাম, গ্রেট বীম ভেঙে ফেলা হয়েছে। খুলে ফেলা হয়েছে সেন্টারিংয়ের মালামাল।’’
নলছিটি উপজেলা প্রকৌশলী মো. ইকবাল কবীর বলেন, ‘‘স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জেনেছি। এ বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’’
ঢাকা/অলোক/রাজীব