ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চবি শিক্ষার্থীর ওপর স্থানীয়দের হামলা, প্রধান ফটকে তালা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৯, ৮ আগস্ট ২০২৫  
চবি শিক্ষার্থীর ওপর স্থানীয়দের হামলা, প্রধান ফটকে তালা

ভাড়া করা দোকানের চাঁদা দিতে অস্বীকার করায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুই শিক্ষার্থীকে আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা শুক্রবার (৮ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন।

চবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

আরো পড়ুন:

শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের কয়েকজন শিক্ষার্থী চবির প্রধান ফটকের বাইরে স্টেশনের পাশে একটি খাবারের দোকান ভাড়া নেন। কয়েকদিন আগে স্থানীয়দের কয়েকজন তাদের কাছে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে দোকান বন্ধ করে দেওয়ার হুমকি দেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে দুই শিক্ষার্থী আহত হন।

আহতরা হলেন- বন ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী আতিকুল ইসলাম ও জুবায়ের আহমেদ জিহান।

আহত আতিকুল ইসলামের অভিযোগ, “কয়েকদিন আগে আমাদের কাছে দোকানের জন্য চাঁদা দাবি করা হয়। আমরা চাঁদা দিতে অস্বীকার করায় আজ সকালে তারা আমাদের ওপর হামলা চালায়। পুলিশ উপস্থিত থাকলেও কোনো ব্যবস্থা নেয়নি।”

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর হায়দার জানান, শিক্ষার্থীদের ওপর হামলার খবর পেয়ে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। গেটের তালা খুলে দেওয়া হয়েছে।

চবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তফা কামাল বলেন, ‍“উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটে তালা দেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”

ঢাকা/রেজাউল/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়