গোপালগঞ্জের পুকুরে ভাই-বোনের মৃত্যু
গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
গোপালগঞ্জের কোটালীপাড়ায় পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৮ আগস্ট) দুপুরে উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের নৈয়ারবাড়ি গ্রামে তারা মারা যান।
কোটালীপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
মারা যাওয়ারা হলেন- সাদুল্লাপুর ইউনিয়নের নৈয়ারবাড়ি গ্রামের পংকজ জয়ধরের ছেলে সজল জয়ধর (২০) এবং শংকর জয়ধরের মেয়ে অনুছোয়া জয়ধর (৭)। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।
ওসি আবুল কালাম আজাদ বলেন, “শুক্রবার দুপুরে চাচাতো বোন অনুছোয়া জয়ধরকে নিয়ে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামেন সজল জয়ধর। এক পর্যায়ে অনুছোয়া ডুবে গেলে তাকে উদ্ধার করতে যান সজল। এসময় তিনিও পানিতে ডুবে যান। পরে পরিবারের লোকজন পুকুরে তাদের পুকুরে ভাসতে দেখে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক সজল ও অনুছোয়াকে মৃত ঘোষণা করেন।”
ওসি আরো বলেন, “আমরা হাসপাতালে গিয়ে মরদেহ দুইটি হেফাজতে নেই। মরদেহের ময়নাতদন্ত হবে কি না সেটি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে।”
ঢাকা/বাদল/মাসুদ